বৃষ্টিতে রংপুর নগরে বন্যা, খোলা হয়েছে চার আশ্রয়কেন্দ্র

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

বৃষ্টিতে রংপুর নগরে বন্যার সৃষ্টি হয়েছে। তাই নগরীতে চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের মানুষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসমগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আসিব আহসান নিজেই আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে ঘুরে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

সোমবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর হনুমান তলা, চিকলিবিল, সর্দারপাড়া, গুগাতিপাড়া, মুন্সিপাড়া,পালপাড়া,ইঞ্জিনিয়ার পাড়া, বোতলা পাড়া, বালাটারী, নগরমীরগঞ্জসহ অর্ধশত পাড়ায় এখনো মানুষজন পানিবন্দি রয়েছে। বাড়ি-ঘরে পানি ছাড়াও সড়কে পানি রয়েছে হাটুর উপরে। পানির কারণে কোন কোন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, পানি নিষ্কাশনের জন্য হরংপুর-লালমিনরহাট সড়কের সিটির শিরিনপার্ক এলাকায় সড়ক কেটে দেয়া হয়েছে। তবে পানি নিষ্কাশন হলেও যোগাযোগ বন্ধ রয়েছে।

রংপুর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মোহাম্মদ আলী বলেন, 'সরকারের বিভিন্ন লোকজন শুকনো খাবার দিচ্ছেন। আমরা সেই খাবার খেয়ে আছি। গরু ছাগল স্কুল মাঠে ও বারান্দায় রাখা হয়েছে।'

নজরুল ইসলাম নামে একজন বলেন, 'বয়স আমার ৬৫ বছর। এই জীবনে কখনো এত পানি দেখিনি।'

জেলা প্রশাসক আসিব আহসান জানান, আসহায়দের সহযোগিতা করা হচ্ছে। যতদিন প্রয়োজন করা হবে।

সিটি মেয়র বলেন, 'পানি নিষ্কাশন যাতে দ্রুত হয় সে জন্য আমাদের লোকজন কাজ করছে।' (ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :