বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অবামেয়াং

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭

বার্সেলোনার ওপর আর্সেনালকে প্রাধান্য দিয়েছেন গানারদের অধিনায়ক পিয়ের-এমেরিক অবামেয়াং। কাতালান ক্লাবটির প্রস্তাব ফিরিয়ে দিয়ে গত ১৫ সেপ্টেম্বর আর্সেনালের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন তিনি। আর্সেনালের সঙ্গে নতুন এই চুক্তি করার আগে অনেক চিন্তা-ভাবনা করেছেন। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাপ্তাহিক আড়াই লাখ পাউন্ডের এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

তবে এই চিন্তা-ভাবনার সময়টিতে ঠিক কী নিয়ে ভাবছিলেন তিনি, সেটাই শেষ পর্যন্ত এক সাক্ষাৎকারে জানালেন, “অনেকগুলো প্রস্তাব ছিল, বার্সার কাছ থেকেও প্রস্তাব এসেছিল। তবে আমি দুটি কারণে আর্সেনালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত, কোচ মিকেল আরতেতার সাথে লকডাউনের সময়ে ক্লাবের পরবর্তী প্রজেক্ট নিয়ে অনেক কথা হয়েছে। আর তখনই তিনি আমাকে ক্লাবে থাকতে রাজি করিয়েছেন।”

“আর সমর্থকদের এবং ক্লাব সংশ্লিষ্ট সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটাও আমাকে এখানে (আর্সেনালে) থেকে যেতে উদ্বুদ্ধ করেছে। আমি এখানে যখন এসেছি, তখন থেকেই সবাই আমাকে আপন করে নিয়েছে। তাই আমি এখানেই থাকছি, এটাই মূল কথা।”

৩১ বছর বয়সী অবামেয়াং ২০১৮ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্সেনালে যোগ দিয়েছেন। আর্সেনালের হয়ে এখন পর্যন্ত ১১২ ম্যাচে ৭২ গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে গত মৌসুমে এফএ কাপ এবং এই মৌসুমে কমিউনিটি শিল্ডও জিতেছেন অবামেয়াং।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :