শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের নানা কর্মসূচি

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বৃক্ষরোপণ, দোয়া মাহফিল, পথশিশুদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করলো বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার বেলা ১১টায় ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪টি বৃক্ষরোপণ করে দিনের কর্মসূচি শুরু করে সংগঠনটি।

ছাত্রলীগের আইন সম্পাদক ফুয়াদ হাসান শাহাদাত ঢাকা টাইমসকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আলোকবর্তিকা। আজ মাননীয় নেত্রীর জন্মদিন । দেশরত্ন শেখ হাসনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশ এলাকায় ৭৪টি বৃক্ষরোপণ করা হয়েছে। এরপর অসহায়দের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, প্রার্থনা সভাসহ নানা আয়োজন সম্পন্ন হয়েছে।’

জানা যায়, বৃক্ষরোপণ শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-সাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা নজীর মাহমুদ । মিলাদে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷

এরপর বিকাল ৪টায় ঢাবি ক্যাম্পাসে দুই হাজার পথশিশুদের মাঝে খাবার বিতরণ করার পাশাপাশি জগান্নাথ হল মন্দিরে প্রার্থনা সভার আয়োজন, পরে রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক টিএসসি এলাকায় ‘কন্যার জন্মদিনে পিতাকে স্মরণ’ শীর্ষক আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে সোমবারের মতো জন্মদিনের কর্মসূচি শেষ করে ছাত্রলীগ।

সংগঠন সূত্রে জানা যায় , আগামী বুধবার সকালে বৃক্ষরোপণ এবং বিকালে পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমআই/জেবি)