‘দেশের সব অর্জন বঙ্গবন্ধু ও তার কন্যার হাত ধরে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:০১

গত ৫০ বছরে বাংলাদেশের যত অর্জন তা সব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, ‘৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধে জয়লাভ করা সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। যুদ্ধ জয়ের পর অনেক দেশ বলেছে এ দেশ টিকবে না। কিন্তু সঠিক নেতৃত্ব দেয়ায় সে দেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দৈনিক ভোরের পাতার নিয়মিত সংলাপ- 'তুমি হাসলে হাসে বাংলাদেশে' অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

ফারুক খান জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের বলছিলেন তৈরি হও সোনার বাংলা গড়তে হবে, তেমনি শেখ হাসিনাও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের কথা বলেছেন। বিশ্বাস করি নির্ধারিত সময়ের আগেই সেটা সম্ভব হবে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক প্রসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘করোনার সময় বিশ্বের অনেক দেশ ছিন্নভিন্ন হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশ রক্ষা পেয়েছে। কারণ তিনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পেরেছেন।’

কাজী আকরাম বলেন, ‘ভয়াবহ বন্যায় শেখ হাসিনা ক্ষমতায় থাকায় একজন মানুষও মরেনি। করোনায় বিশ্বের অন্য দেশের থেকে আমরা ভালো অবস্থানে আছি।’

এই ব্যবসায়িক নেতা বলেন, ‘আমি এজন্য দোয়া করি শেখ হাসিনা যাতে দীর্ঘজীবী হন। সুখে শান্তিতে বাঁচেন। কারণ তার হাতেই দেশ নিরাপদ।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘টানা তিনবারসহ মোট চারবার জনগণের ভোটে ক্ষমতায় এসে আওয়ামী দেশে উন্নয়ন এবং অমিত সম্ভাবনার ভিত রচনা করে। যার ফলে অনন্য উচ্চাতায় পৌঁছে যান শেখ হাসিনা।’

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ মানুষ নিরাপদ আছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই আমরা চাই তিনি অনেক দিন বেঁচে থাকুন। বাংলাদেশকে নেতৃত্ব দেন।’

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নুর

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :