এখনই দেশে সিরিজ আয়োজনের ভাবনা নেই বিসিবির

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনার প্রকোপ কাটিয়ে ক্রিকেটে ফিরতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট। গত মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর কোনো ম্যাচ খেলেনি জাতীয় দল। একের পর এক স্থগিত হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজগুলো। স্থগিতাদেশ পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপও। শ্রীলঙ্কা সফর দুই দফা পিছিয়েছে। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে- জাতীয় দল কবে পরবর্তী ম্যাচ বা সিরিজ খেলবে।

বিদেশ সফরের ক্ষেত্রে বড় বাধা কোয়ারেন্টাইনের ঝক্কি-ঝামেলা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ প্রায় চূড়ান্ত হয়েও শেষদিকে দুই বোর্ডের বনিবনা হয়নি কোয়ারেন্টাইন ইস্যুতে। করোনার ব্যাপক বিস্তার সত্ত্বেও পাকিস্তানসহ অনেক দেশই নিজেদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে। তাই ঘুরেফিরে সামনে আসছে বাংলাদেশে সিরিজ আয়োজনের প্রসঙ্গও।

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় শুরু হবে ঘরোয়া ক্রিকেট। তার আগে বায়ো বাবলে থেকে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন প্রস্তুতি ম্যাচ। একইভাবে আয়োজন করা যেতে পারে আন্তর্জাতিক সিরিজও। তবে সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে চায় বিসিবি। আপাতত তাই দেশে কোনো সিরিজ আয়োজনের ভাবনা নেই।

আফগানিস্তান বা অন্য কোনো দলকে এনে নিকট ভবিষ্যতে দেশে সিরিজ আয়োজন করা যায় কি না- গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ঘরোয়া অনেক খেলা বাকি পড়ে আছে। আনতে চাইলে আনা যায়। আনা যায় না যে তা না।’

তবে বিসিবি সভাপতি বিশ্বের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের ঘরোয়া ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতাও নিতে চান। তিনি বলেন, ‘আমি মনে করছি আগে বিশ্ব পরিস্থিতি দেখি। যদি দেখি ঘরোয়া ক্রিকেট ঠিকমতো চালাতে পারছি কোনো সমস্যা ছাড়া, তখন চিন্তা করতে পারি- কোনো দলকে আতিথেয়তা দেওয়া যায় কি না। কিন্তু এখনই আনতে চাচ্ছি না।’

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এআইএ)