বনানীসহ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৩

উন্নয়ন প্রকল্পের কাজ করতে মাঝে মাঝেই রাজধানী ঢাকার নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য বনানী-বরিধারাসহ বেশ কিছু এলাকায় সব ধরণের গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক ব্যয়ে নির্মাণ প্রকল্প বারিধারা স্কলার্স ইন্টা. স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচে বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৫ ঘণ্টা বনানী রেলক্রসিং থেকে বনানী-এয়ারপোর্ট রোডের পূর্ব পার্শ্বে বিদ্যমান পিজিআর, স্বর্ণালী আবাসিক ভবন, আর্মি স্টেডিয়াম, নেভি হেড কোয়ার্টার এবং বারিধারা ডিওএইচএসের পার্শ্বে বিদ্যমান বিপিসির ডিপো, ট্রানজিট ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি, ক্যাপটিভ ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এরজন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :