বগুড়ার সুখানপুকুরে কৃষক মাঠ দিবস পালিত

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৫

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান গ্রামে হাইব্রিড ধান ‘সবুজ সাথী’র কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। গত সোমবার এ উপলক্ষে গ্রামের মাতৃ সরোবর চত্বরে এক আলোচনা সভা হয়। এতে কৃষক গৌড় চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লাল তীর সীড লিমিটেড ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান।

জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন- রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, টেরিটরি ম্যানেজার আব্দুস সালাম, পরিবেশক আবু সুফিয়ানসহ গন্যমান্যরা।

প্রসঙ্গত, এ বছর কৃষকরা বগুড়া জেলাসহ গাবতলী উপজেলায় ব্যাপকভাবে হাইব্রিড সবুজ সাথী ধান চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকদের মাঝে এ ধান চাষে ব্যাপক সাড়া ফেলেছে। এ কৃষক মাঠ দিবসে শতাধিক কৃষক-কৃষানী অংশ নেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/পিএল)