রেমিট্যান্স যোদ্ধারা রাস্তায় এটা দুঃখজনক: জাপা চেয়ারম্যান

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কাজে ফিরতে সৌদি গমনেচ্ছুকদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

জাতীয় পার্টি চেয়ারম্যান মঙ্গলবার ক্ষোভের সঙ্গে বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা আজ কাজে ফিরতে রাস্তায় আন্দোলন করছে। তারা টিকেটের নিশ্চয়তা পাচ্ছে না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘সৌদি গমনেচ্ছুরা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বিমানের টিকেট পায় সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’ পাশাপাশি যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাদের জন্যও কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

আইনের শাসন নিশ্চিত করতে এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি।
জিএম কাদের বলেন, ‘আইনের শাসন নিশ্চিত করতে এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ বিচারব্যবস্থার ওপর আস্থা রেখেই এমসি কলেজে জঘন্য ঘটনায় অভিযুক্তদের শাস্তি দেখতে অপেক্ষা করে আছে।’
জিএম কাদের বলেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক তাকে আইনের মুখোমুখি হতেই হবে।’
এসময় তিনি বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/বিইউ/জেবি)