‘সুপার ওভার থ্রিলার’ প্রসঙ্গে কী বললেন আনুশকা?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২২

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের সুপার ওভার থ্রিলার দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার। এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রুদ্ধশ্বাস ম্যাচের পর টুইট করে নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন, আইপিএল চলছে, কোথাও যাবেন না, বাড়িতেই সিট বেল্ট বেঁধে খেলা দেখুন।

টান টান টি-টোয়েন্টির উন্মাদনা উপভোগ করলেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। একজন অন্তঃসত্ত্বা নারীর পক্ষে এমন ম্যাচের উত্তেজনা একটু হলেও চাপের!

টি-টোয়েন্টি ক্রিকেটের টান টান উত্তেজনা সংযুক্ত আরব আমিরাত জুড়ে। আইপিএলে সবে দশটা ম্যাচ হয়েছে, তার মধ্যেই দুটো ম্যাচ গড়াল সুপার ওভারে। শুধু কি তাই! আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজিরও ইতিমধ্যে গড়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব-দিল্লি ম্যাচের পর সোমবার মুম্বাই-ব্যাঙ্গালোর ম্যাচ গড়াল সুপার ওভারে।

দুবাইয়ে সোমবার আরসিবির বিরুদ্ধে ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বাই থামে ২০১ রানেই। ২০-২০ ওভার শেষে ম্যাচ টাই। এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বাই এক উইকেট হারিয়ে তোলে ৭ রান। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির দল আরসিবি।

মুম্বাই-ব্যাঙ্গালোর ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় আনুশকা শর্মা লিখলেন, ‘থ্রিলার! দারুণ ম্যাচ উপভোগ করলাম। তবে অন্তঃসত্ত্বা নারীর পক্ষে এমন উত্তেজনা একটু বেশি হয়ে গেল বোধ হয়!’

আইপিএল শুরুর আগেই ভক্তদের সুখবরটা দিয়েছিলেন বিরাট কোহলি। নতুন বছরের শুরুতেই বিরাট-আনুশকার সংসারে আসছে নতুন অতিথি।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :