‘আটকে থাকা উন্নয়নের চাকা সচল করেছেন শেখ হাসিনা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের উন্নয়নের চাকা কাদায় আটকেছিল। যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সচল করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত ‘দেশ ও জাতির উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা- অগ্রগতিতে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের উন্নয়নের চাকা কাদায় আটকে পড়েছিল। সেই আটকে থাকা চাকাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সভায় বিশেষ অতিথি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম বলেন, ‘ক্ষমতার জন্য বিএনপি-জামায়াত জোট জাতীয় চক্রান্তে ব্যর্থ হয়ে তারা এখন আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের এই চক্রান্ত বিফলে যাবে। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ১৬ কোটি মানুষের আস্থার প্রতীক।’

জনতার প্রত্যাশা সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, মিনহাজ উদ্দিন মিন্টু, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, লায়ন মশিউর রহমান, সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান, এস এম শরিফুল ইসলাম, হুমায়উন কবীর হুমায়ুন, মনোয়ারা বেগম, হুমায়ুন কবীর মিজি উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :