আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর মামলার দুই আসামি গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৬

নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার সমসপাড়া গ্রামের ইউনুছ আলী ও খোকন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান বলেন, এ হামলার ঘটনায় নয়জনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যরা পলাতক রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন থেকে বিদুতের লাইনের কাজ চলমান থাকায় ওই এলাকায় সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে করে এলাকার হাজার হাজার গ্রাহক দুর্ভোগের শিকার হন। প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভুক্তোভোগী জনগণ গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ আত্রাই জোনাল অফিসের সমসপাড়া অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় ওই অফিসের ইনচার্জ আমজাদ হোসেন বাদি হয়ে গত ২০ সেপ্টেম্বর আত্রাই থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :