প্রিমিয়ার লিগে ১০ জন করোনা পজিটিভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও স্টাফসহ ১০ জনের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। করোনা মহামারীর কারণ তিন মাস বন্ধ থাকার পর জুনে পুনরায় লিগ শুরু হবার পর এটাই সর্বোচ্চ পজিটিভ হবার ঘটনা।

এক বিবৃতিতে লিগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৯৫ জন খেলোয়াড় ও স্টাফের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে, যেখানে ১০টি নতুন পজিটিভ কেস পাওয়া গেছে। পজিটিভ হওয়া খেলোয়াড় ও স্টাফদের ইতোমধ্যেই ১০ দিনের সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।’

লিগ কাপে হালের বিপক্ষে ম্যাচের আগে ওয়েস্ট হ্যাম শিবিরে করোনা হানা দিয়েছে। দলের ম্যানেজার ডেভিড ময়েসসহ দুই খেলোয়াড় ইসা ডিয়প ও জোস কুলেন করোনায় আক্রান্ত হয়েছে।

ম্যানচেস্টার সিটিও ঘোষণা দিয়েছে তাদের জার্মান মিডফিল্ডার ইকে গুনডোগান করোনায় আক্রান্ত।

মে মাসে ক্লাবগুলো অনুশীলন শুরু করার পর এ পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬ জনের দেহে কোভিড-১৯ ধরা পড়েছিল। সম্প্রতি যুক্তরাজ্য জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়ে যাওয়ায় সমর্থকদেরও মাঠে উপস্থিতির পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে ব্রিটিশ সরকার।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :