ধোনির জন্য সবকিছু করা সম্ভব: সৌরভ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত ১৫ আগস্ট সন্ধ্যায় আচমকা অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতে ফেয়ারওয়েল ম্যাচের ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। অবসর ঘোষণার দিনে ধোনির সঙ্গে কথা হলেও সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আইপিএলের সময় একবারও মুখোমুখি হননি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সৌরভের কথায়, ‘ওখানে কোভিড প্রোটোকলে ক্রিকেটারদের কাছে আমরা যেতে পারি না। ওরাও আসতে পারে না।’

আর ধোনির ফেয়ারওয়েল ম্যাচের প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘ভবিষ্যতে ধোনির জন্য বোর্ড কোনো ফেয়ারওয়েল ম্যাচ করবে কিনা সেটা এখনই বলা যাবে না। তবে দেশের হয়ে ধোনি যা অর্জন করেছে, ওর জন্য সবকিছুই করা সম্ভব।’

তবে একবার অবসর নিয়ে ফেলা ধোনি কি আবার ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন? সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। যদি ধোনি রাজি না হন সেক্ষেত্রে বিশেষ কোনও ম্যাচের আয়োজন করে ধোনিকে সম্মান জানাতে পারে বিসিসিআই।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/এসইউএল)