ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তুরস্কে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকীকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাকিল শাহরিয়ার দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মো. আল্লামা সিদ্দিকী এর আগে টোকিও, কলকাতা, ইসলামাবাদ এবং লন্ডনে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করা ছাড়াও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

এই কূটনীতিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে আল্লামা সিদ্দিকী বিবাহিত এবং দুই সন্তানের জনক।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এনআই/ইএস)