লন্ডনে জাসদ ছাত্রলীগের তিন কর্মী স্মরণে সভা

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৭

লন্ডনে জাতীয় যুবজোট আয়োজিত ভার্চুয়্যাল স্মরণ সভায় বক্তরা সিলেটের তিন ছাত্রলীগ কর্মী মুনির-তপন ও জুয়েলের খুনিদের গ্রেপ্তার ও এই হত্যার পূনঃবিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্যে দাবি জানিয়েছেন।

বক্তারা বলেন, এই হত্যার পূনঃবিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্যে জাসদের পক্ষ থেকে সরকারের প্রতি দাবি উত্থাপন করতে হবে, আর তা বাস্তবায়নে জাসদ নেতা হাসানুল হক ইনু ও জাসদ নেত্রী শিরিন আক্তারের প্রতি আহবান জানান।

২৮ সেপ্টেম্বর লন্ডন সময় সন্ধ্যায় সংগঠনের সভাপতি শাহজাহান আহমদের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন- জাতীয় যুবজোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সফি আহমদ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবিব শামীম, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোশাহিদ আহম্মদ, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা মতিউর রহমান মতিন, যুক্তরাজ্য জাসদের সহ-সভাপতি মজিবুল হক মনি, সহ-সভাপতি আব্দুল হালিম চৌধুরী, যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য ন্যাপের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহম্দ, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুক্তরাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শাহনুর, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক নেতা আমিনুল হক চৌধুরী নাসিম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেট শহরে এক ঝাঁক ধর্মান্ধ শকুন কুৎসিত মহড়া চালায়, সিলেটের পবিত্র মাটি রঞ্জিত হয়েছিল তিন তিনটি প্রগতিবাদী প্রাণের তাজা রক্তে। সেদিন জামায়াত-শিবিরের ক্যাডাররা প্রকাশ্য দিবালোকে হত্যা করে জাসদ সমর্থিত ছাত্রলীগ কর্মী মুনির-ই-কিবরিয়া, তপন জ্যুতি দে, ও এনামুল হক জুয়েলকে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :