প্রথমবারের মতো আরবের ক্লাবে ইসরায়েলি ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪

সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। তারপরই দুই দেশের মধ্যে বিভিন্ন যোগাযোগ স্থাপন হচ্ছে। তারই অংশ হিসেবে এবার ইসরায়েলি মিডফিল্ডার দিয়া মোহামেদ সাবাকে দলে ভিড়িয়েছে আরব আমিরাতের ফুটবল ক্লাব আল নাসের।

ইসরায়েলের হয়ে দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দিয়া সাবা। চাইনিজ ক্লাব গুয়াংজু আর এন্ড এফ থেকে দুই বছরের চুক্তিতে দিয়াকে দলে নিয়েছে আরবের গালফ লিগে খেলা ক্লাব আল নাসের। এই প্রথম কোনো ইসরায়েলি ফুটবলার কোনো আরব ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন।

সোমবার দিয়া সাবাকে দলে নেয়ার কথা টুইট বার্তায় জানায় আল নাসের। সেখানে আল নাসেরের মাঠে কসরত করতে দেখা যায় দিয়া সাবাকে। কত দামে দিয়াকে দলে নিয়েছে আল নাসের সেটি প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দুই মৌসুমের জন্য সাবাকে পেতে ২৫ লাখ ইউরো খরচ করেছে আল নাসের।

এক বিবৃতিতে ক্লাব আল নাসের বলেছে, ‘দিয়া সাবার সঙ্গে সকল ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আল নাসের। সোমবার সকালে সফলভাবে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে।’

খবর অনুযায়ী, দিয়া সাবা ফিলিস্তিনি বংশোদ্ভূত। তার জন্ম উত্তর ইসরাইলে। ২০১২ সালে তিনি ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবে যোগ দেন। এরপর ২০১৪ সালে মাকাবি নেতানিয়াতে যোগ দেয়ার আগে ইসরায়েলের আরও তিনটি ক্লাবে খেলেন। ইসরায়েলের জাতীয় দলের হয়েও খেলেছেন দশটি ম্যাচ।

২০১৮ সালে চাইনিজ ক্লাব হাপোয় বিয়ের শেভার দলে যোগ দেন সাবা। সেখানে এক মৌসুম খেলেই যোগ দেন চীনের আরেক ক্লাব গুয়াংজু আর এন্ড এফে।

ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :