খুলনায় স্কুলছাত্র বাপ্পী হত‌্যাকাণ্ডে একজ‌নের ফাঁ‌সির আদেশ

খুলনা ব‌্যু‌রো, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫০ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৭

খুলনার খা‌লিশপুর এলাকায় নবম শ্রেণির ছাত্র বাপ্পী হত‌্যা মামলায় একজ‌নের ফাঁ‌সি ও পাঁচজ‌নের যাবজ্জীবন কারাদণ্ডা‌দেশ দি‌য়ে‌ছে আদালত। বুধবার খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক আশিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রে‌ছেন।

এসময় মামলার অপর দুই আসা‌মি‌কে খালাশ দেয় আদালত। এছাড়া এ মামলায় অপর এক আসা‌মি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিচারকাজ শিশু আদাল‌তে চল‌ছে।

দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসা‌মি‌কে একইসঙ্গে ২০ হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কোঁসুলি ছি‌লেন কাজী সা‌ব্বির আহ‌মেদ।

ফাঁ‌সির দণ্ডপ্রাপ্ত আসা‌মি খা‌লিশপুর প্লা‌টিনাম জুবলী জুট‌মি‌লের ক‌লোনির বা‌সিন্দা র‌কি। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হ‌লেন- খা‌লিশপুর প্লা‌টিনাম জুবলী জুট‌মি‌লের ক‌লোনির বা‌সিন্দা নজরুল, র‌বিউল, আলামিন, মিলন ও মু‌জিব হাওলাদার।

এছাড়া খালাশপ্রাপ্তরা হ‌লেন- একই এলাকার ইব্রা‌হিম ও হাসান। আর শিশু আদাল‌তে বিচারাধীন র‌য়ে‌ছে আ‌নোয়ার (১৬) ।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, ২০১০ সা‌লের ১০ অ‌ক্টোবর সন্ধ‌্যায় খা‌লিশপুর প্লা‌টিনাম জুবলী জুট‌মি‌ল স্কু‌লের নবম শ্রেণির ছাত্র বাপ্পীকে হ‌কি‌স্টিক দি‌য়ে পি‌টি‌য়ে গুরুত্বর আহত ক‌রা হয়। পরে তা‌কে স্থানীয়রা উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। পরে রাত ১১টার দি‌কে চি‌কিৎসাধীন অবস্থায় বাপ্পীর মৃত্যু হয়। ত‌বে মৃত্যুর আগে সে খু‌মেক হাসপাতা‌লের চি‌কিৎসক ইসমাইল শেখ ও সহদেব কুমার দাসের কা‌ছে হত‌্যাকারী‌দের নাম প্রকাশ করেছেন।

এ ঘটনায় পর‌দিন বাপ্পীর ভাই প্লা‌টিনাম জুবলী জুট‌মি‌ল ক‌লেনীর বা‌সিন্দা মোজাফফার হো‌সে‌নের আরেক ছেলে হা‌ফিজুর রহমান খা‌লিশপুর থানায় মামলা ক‌রেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস নয়জন‌কে অ‌ভিযুক্ত ক‌রে ২০১২ সা‌লের ৩১ মার্চ আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। মোট ১৮ জন সাক্ষীর ম‌ধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ‌্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :