খানসামায় জাতীয় কন্যা শিশু দিবস পালন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৩

দিনাজপুরের খানসামায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভা হয়।

সভায় বক্তারা কন্যাদের বিকাশে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। নারীদের ভবিষ্যৎ সামনের চলা মসৃণ করার জন্য কারিগরি ও অ্যাকাডেমিক শিক্ষার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলার প্রতি জোর দেন।

তারা বলেন, ‘বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক ও শিক্ষিত সমাজ ব্যবস্থায় গড়তে পারলেও আমাদের কন্যারা পিছিয়ে পড়েন অবজ্ঞা, বঞ্চনা ও বৈষম্যমূলক মনোভাবের কারণে। আর তাই কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল- ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ মন্জিল পারভিন প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :