অন্য আলোচিত মামলা নিষ্পত্তিতে গতি আনবে: আইনমন্ত্রী

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিফাত শরীফ হত্যা মামলার রায় নিঃসন্দেহে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, রিফাত হত্যা মামলার রায় দেশের অন্যান্য আলোচিত মামলাগুলোয় প্রভাব ফেলবে, যা নিষ্পত্তিতে গতি আনবে।

বুধবার দুপুরে আলোচিত রিফাত হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব কথা বলেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘আমার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন তা এসব চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তির মধ্য দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। বিশেষ করে প্রসিকিউশন টিম এসব মামলার ব্যাপারে সিরিয়াস ভূমিকা রাখছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আমি শুকরিয়া আদায় করি।‘

‘আলোচিত অনেক মামলার নিষ্পত্তিতে ধীরগতি লক্ষণীয়’-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অপরাধ করলে মামলা হয়নি বা মামলা হলেও নিষ্পত্তি হয়নি বিএনপি-জামায়াতের আমলে। কিন্তু শেখ হাসিনার সরকার সেই নীতি ভেঙে দিয়েছে। যেসব মামলা সমাজকে নাড়া দিয়েছে তার নিষ্পত্তি দিয়ে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এই গুরুত্বের কারণেই মানুষ রায় পাচ্ছে এবং সবাই আইনি সুবিধা ভোগ করতে পারছে।’

রিফাত হত্যা মামলার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে। এখানে আমার প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। রায়ের কপি না পড়লে কিছুই বলা ঠিক হবে না। তবে রায়ের সার্বিক পর্যালোচনা থেকে বলতে পারি, নিশ্চয় বিচার বিভাগে এর ইতিবাচক প্রভাব পড়বে। একটি মামলা নিষ্পত্তির জন্য যেসব পক্ষ সংশ্লিষ্ট তারা সবাই রায় থেকে গতি সঞ্চার করতে পারবে।

(ঢাকটাইমস/৩০সেপ্টেম্বর/বিইউ/ইএস)