মুকসুদপুরে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৩

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা ২০২০-২১ অর্থ বছরের কর্মসূচির আওতায় ক্ষুদ-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প ও মধ্য মেয়াদি শাকসবজির বীজ ও মাসকলাই বীজ-সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠান হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির হোসেন মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান। অন্যদের মধ্যে ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, কৃষক প্রতিনিধি টুটুল মুন্সী প্রমুখ।

সভার সঞ্চালক ছিলেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম। সভায় ৪৪০ জন কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কেএম)