নোংরা নগরীর অপবাদ শিগগির দূর হবে: এলজিআরডি মন্ত্রী

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানী ঢাকাকে নোংরা এবং অপরিস্কার বলে যে অপবাদ দেওয়া হয়, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে শিগরিরই তা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার রাজধানীর গুলশান-২ এ বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর ঢাকাকে মশামুক্ত রাখতে সক্ষম হয়েছি। এই নগরীকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন বলে অপবাদ দেয়া হয়। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে এ অপবাদ থেকেও আমরা মুক্তি পাব।’

মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা শহরকে যদি আমরা পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারি, পরিষ্কার-পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দনভাবে গড়ে তুলতে পারি তাহলে দেশের মানুষকে সৌন্দর্য উপভোগ করার জন্য আর বিদেশে যেতে হবে না।‘

স্থানীয় সরকার মন্ত্রী জানান, হাতিরঝিল থেকে উত্তরা পর্যন্ত ওয়াটার ট্রান্সপোর্ট চালু এবং দুই পাশে সাধারণ মানুষের চলাচল করার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে।

দেশের মানুষ উন্নয়ন চায়। কিন্তু সে উন্নয়ন করতে গিয়ে যাতে জনজীবন অতিষ্ঠ না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, ‘উন্নয়ন করতে রাস্তা কেটে দীর্ঘসময় ধরে ফেলে রাখা হয়। এতে করে ধুলোবালি জমে পরিবেশ নষ্ট হয়।‘

এসময় সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘দায়িত্ব প্রাপ্ত হয়েছি দেশ ও মানুষের উন্নয়ন করার জন্য, দুর্নীতি করার জন্য নয়। যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তাদের ছাড় দেয়া হবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওয়ার্ড কাউন্সিলররা।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কারই/ইএস)