ঝিনাইদহ সদর হাসপাতালে গাড়ি দিয়েছে ‘জাহেদী ফাউন্ডেশন’

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৯

ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড রোগীদের অক্সিজেন সিলিন্ডার পরিবহণের জন্য গাড়ি দিয়েছে ‘জাহেদী ফাউন্ডেশন’। বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে ১০ লাখ টাকা মূল্যের গাড়ির চাবি তুলে দেওয়া হয়। এর আগে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা, কোভিড নিয়ন্ত্রণে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, তবিবুর রহমান লাবু, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ জাকির হোসেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :