৪০০ সৌদি প্রবাসী আজ পাচ্ছেন ফিরতি টিকিট

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ১০:৫৫ | আপডেট: ০১ অক্টোবর ২০২০, ১১:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনার কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের মধ্যে বৃহস্পতিবার ৪০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।

এয়ারলাইনস কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী বৃহস্পতিবার সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। এই টোকেনধারীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইনস কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে। অনেকে টোকেনের আশায় এসেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।

গতকাল বুধবারও রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে; কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

অন্যদিকে কারও কারও ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তায় ছিলেন। কিন্তু বৃহস্পতিবার থেকে টিকিট দেয়া শুরু হওয়ায় তাদের সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

ঢাকাটাইমস/০১অক্টোবর/কেআর/এমআর