ব্রাহ্মণবাড়িয়ার সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ১৩:৫৫ | আপডেট: ০১ অক্টোবর ২০২০, ১৪:১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া মোড় থেকে কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকা পর্যন্ত সড়কের দু’পাশের সরকারি খাল দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে, এ খাল ভরাট করে সেখানে অনেকে দোকানপাট ও বাড়িঘর নির্মাণ করেন। এতে দিন দিন পানি নিষ্কাশনের সমস্যা প্রকট হচ্ছে।

তাই গত বুধবার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে বড্ডাপাড়া এলাকায় দখলকৃত জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়কের সীমানা নির্ধারণ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়।

এসময় নির্বাহী হাকিম ফারজানা প্রিয়াংকা বলেন, ‘খালের ওপর খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান। বাড়ির সামনের সরকারি খালটিতে মাটি ফেলে সমান করেছেন দখলবাজরা। বর্তমানে এ খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানে প্রশাসনের লোকজন কাজ করছে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন সরাইল থানার এসআই জাকির হোসেনসহ ১০ জনের সঙ্গীয় ফোর্স।

(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)