কুমিল্লায় সুর সম্রাট শচীন দেবের জন্মদিন উদযাপন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৫:৫১ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৫:৪০

কুমিল্লায় সংগীতের বরপুত্র সুর সম্রাট শচীন দেব বর্মণের ১১৪তম জন্মদিন পালিত হয়েছে। ১৯০৬ সালের ১ অক্টোবর নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন এ শিল্পী।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ সার্কেল) তানভীর সালেহীন ইমন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পাপড়ী বসু, অ্যাডভোকেট গোলাম ফারুকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ।

এর আগে সকালে নগরীর উত্তর চর্থায় পৈতৃক বাড়ির সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জেলা প্রশাসক আবুল ফজল মীর জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় জেলা পুলিশ, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স, অজিতগুহ কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :