গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে সভা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:৪৫ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৬:২২

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

সভায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এবার জেলার মোট পাঁচটি উপজেলায় সাতটি স্থায়ী, ভ্রাম্যমাণ ছয়টি, অস্থায়ী ১৬৯৮টি কেন্দ্রসহ মোট ১৭১১টি কেন্দ্রে, ছয় থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৪০৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।

সকালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই ক্যাম্পেইন সম্পর্কে জানান সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

(ঢাকাটাইমস/১অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :