‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে চলেছেন প্রিয় নেত্রী’

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৯:০০ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৭:৫১

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বলেন, ‘নৌকা হারলে মুক্তিযোদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, সবার প্রিয় নেত্রী শেখ হাসিনা হারবেন।’ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্বরে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএম কামাল বলেন, ‘শেখ হাসিনা পরিবারের ১৮ জন সদস্যকে হারিয়ে সুখকে শক্তিকে রূপান্তরিত করেন। মানুষের দোয়া ভালোবাসা নিয়ে বাবার স্বপ্নকে বাস্তবায়নে এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন- অর্থনৈতিক মুক্তি, অন্ন, বস্ত্র, বাসস্থান, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বিশ্বের দরবারে বাংলাদেশ মর্যাদাশীল হবে- বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে জীবনের সব বিসর্জন দিয়ে দেশটা গড়ে চলেছেন। যে দেশ সন্ত্রাসের রাজত্ব, পাঁচবার দুর্নীতিতে চাম্পিয়ন হয়েছিল- সেই দেশটার হাল ধরে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁডানোর জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেত্রী।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, অওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলালীগে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক কারবারি থাকবে না- যা বিএনপির আমলে সেই দলে ছিল। এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের ৭০ ভাগ মানুষ পছন্দ করে নৌকা মার্কায় ভোট দেয়। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে এ ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আওয়ামী লীগের অপর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হয়। শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন হয়- যা অন্য কোন সরকারের আমলে হয়নি। তাই শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ। বিএনপির-জামায়াতের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।

সভায় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামানিকের সঞ্চালনায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসানে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, মহিলা লীগের সভাপতি পারভীন আকতার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ অনেকেই বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :