পানির তোড়ে ভেঙে গেছে সিংড়ার দুই সড়ক

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ১৮:২৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

আত্রাই নদীর পানি নাটোরের সিংড়া পয়েন্টে অতীতের সকল রেকর্ড ভেঙে বিপদ সীমার ১১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বৃহস্পতিবার ভোরে আত্রাই নদীর পানির তোড়ে ভেঙে গেছে সিংড়া-কলম সড়ক ও নাগরনদের রাখালগাছা-তাজপুর সড়ক। এতে প্রায় লক্ষাধিক মানুষের সম্পূর্ণ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে চলনবিলের কৃষকের উৎপাদিত পণ্য আনা-নেয়া বন্ধ হয়ে গেছে। ভাঙন দিয়ে দ্রুত গতিতে পানি প্রবেশ করে চলনবিলের কৃষকের স্বপ্ন এখন পানির নিচে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুটি সড়কে প্রায় ৪০০ ফুট ভেঙে গেছে। এদিকে সিংড়া পৌর শহরের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় সরজমিনে দেখা যায়, আত্রাই নদীর পানির তোড়ে সিংড়া-কলম শোলাকুড়া এলাকায় সড়ক ও জনপদ বিভাগের পাকা সড়ক ভেঙে দ্রুত গতিতে বিলে পানি প্রবেশ করছে। অপরদিকে নাগরনদের রাখালগাছা-তাজপুর সড়কের হিয়াতপুর এলাকায় ভেঙে বিলে পানি প্রবেশ করে ফসল ও বেশকিছু বাড়ি-ঘর ঝুঁকিতে পড়েছে। থানা সদরের সঙ্গে বিছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসল ও অসুস্থ রোগী সদরে আনা নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, এখন পর্যন্ত ২৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হচ্ছে। আর ভেঙে পরা বাঁধের পাশ থেকে ঝুঁকিপূর্ণ ঘর-বাড়ি নিরাপদে নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএ)