সুনামগঞ্জে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে তিন দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৮:৫০

সুনামগঞ্জে মূল্য তালিকা সঠিক না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘বাজার মনিটরিং টিম’ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ অভিযান চালানো হয়। এসময় জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জমশেদ ট্রেডার্সকে ৭ হাজার, মিসবাহ ভেরাইটিজ স্টোর-কে ৫ হাজার ও অন্ন ভান্ডারকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান শফিকুল ইসলাম। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় তার সহকারী বিধান দেবনাথ, দক্ষিণ সুনামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাহবুবুর রহমান চকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :