শেয়ালের জন্য ফাঁদ পেতে খামারির মৃত্যু

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ২১:২৫

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীর সৈয়দপুরে নিজের পাতানো শিয়ালমারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন হাসের খামারি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত খামারির নাম নাজমুল হক (২৩)। তিনি ওই গ্রামের বাবর আলীর ছেলে।

খামারের হাঁসগুলো শেয়াল থেকে রক্ষার জন্য খামারের চারপাশে বিদ্যুতের খোলা তার দিয়ে ঘিরে ফাঁদ পাতেন নাজমুল। ওই তারেই অসাবধানবশত জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কখন নাজমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা জানা যায়নি। তবে বেলা দেড়টার দিকে এলাকাবাসী টের পাওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম জানান, সবার অগোচরে শেয়াল থেকে তার হাঁসগুলো বাঁচাতে এই কাজটি করেছিল নাজমুল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/কেএম)