মেয়র সুমনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ২২:০৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে এবং মির্জাপুর পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপ দিতে নিরলসভাবে কাজ করে গেছেন। সুমনের স্বপ্ন বাস্তবায়নে নবনির্বাচিত মেয়রকে কাজ করতে হবে। এ জন্য যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে- তা করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

বৃহস্পতিবার দুপুরে প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিনী মির্জাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

এর আগে বেলা ১২টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুলের শপথ বাক্য পাঠ করান।

মন্ত্রী এ সময় আরোও বলেন, একাব্বর হোসেন এমপির নেতৃত্বে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সু-সংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি নবনির্বাচিত মেয়রকে এমপির পরামর্শ নিয়ে পৌরসভার উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনীতি করার পরামর্শ দেন।

শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)হেলাল মাহমুদ শরীফ, মির্জাপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা উপসচিব মাসুম আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হাছিনা বেগম, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএ)