মির্জাপুরে একদিনে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

প্রকাশ | ০১ অক্টোবর ২০২০, ২২:১৬ | আপডেট: ০১ অক্টোবর ২০২০, ২২:২৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে, বিদ্যুৎস্পৃষ্টে ও গলায় ফাঁস দিয়ে গত ২৪ ঘণ্টায় এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামের আব্বাছ আলীর স্ত্রী শিল্পী বেগম (৩৫), লতিফপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ওয়াহেদ মিয়া (৫৫) ও বানাইল ইউনিয়নের আবদুস সামাদ মিয়ার মেয়ের জামাই মহর আলী (৩০)।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ওয়াহেদ মিয়া ফ্যানের সুইচ দেয়ার সময় নষ্ট প্লাগের কারণে আঙুলে বিদ্যুৎ স্পর্শ হলে আহত হন। পরে তিনি মারা যান। অন্যদিকে বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আমীর আলীর ছেলে মহর আলীর মৃত্যু হয়।

অপর দিকে শিল্পী বেগম প্রতিদিনের ন্যায় বুধবার রাতে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকলের অজান্তে রাতের কোন এক সময় তিনি ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হলেও শিল্পী বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এলএ)