যাত্রী বেশে তিন মাদক পাচারকারী গ্রেপ্তার, বাস জব্দ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ১৮:৫৭

কুমিল্লায় রয়েল কোচ পরিবহনের এসি বাসে ফেনসিডিল পাচারকালে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকায় ঢাকাগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে রয়েল কোচের এসি বাসে ফেনসিডিল পরিবহনকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে ৩৮২ বোতল ফেনসিডিল এবং বাসটি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পিতাম্বর (মধ্যমপাড়া) গ্রামের শরিফ আহম্মেদ, কুমিল্লার সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আরিফ হোসেন এবং কুমিল্লার চান্দিনা উপজেলার রানীছড়া (শিকদার বাড়ি) গ্রামের নাজমুল হাসান।

শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মাদক কারবারিরা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে রয়েল কোচ পরিবহনের এসি বাসে যাত্রী পরিবহনের আড়ালে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :