বগুড়ায় যমুনার পানি বিপদসীমার উপরে

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ১৯:১৪

যমুনায় অব্যাহত পানি বৃদ্ধির ফলে চতুর্থ দফা বন্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যাকবলিতরা বাঁধে গিয়ে আশ্রয় নিয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, শুক্রবার যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে ৩২ সেন্টিমিটার উপর দিয়ে এবং বাঙ্গালী নদীর পানি ৩৪ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে।

জানা গেছে, যমুনা ও বাঙ্গালী নদীর পানি বাড়ার ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো এবং এসব এলাকার রোপা আউশ, মাশকলাই, মরিচ, স্থানীয় জাতের গাঞ্জিয়া ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি কমে আবার বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন।

(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :