দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ২১:৫৬

করোনা মহামারি শেষে বাড়ি আসবেন পরিবারকে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী গণি। কিন্তু তার আর আসা হলো না। বাড়ি আসার সেই অপেক্ষার প্রহর ফুরালো সন্ত্রাসীদের গুলিতে।

নিহত গণি কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কাছারিবাঘ গ্রামের মতি মিয়ার ছেলে।

গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী ব্যবসায়ী মো. গণি নিহত হন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার সন্ধ্যায় গণি সন্ত্রাসীদের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান।

তিনি জানান, গণি ওই দেশে প্রিটোরিয়ায় ব্যবসা করতেন। সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দল গনির দোকানের ভেতরে প্রবেশ করতে চাইলে কর্মচারীরা বাধা দেয়। বাধা দেয়ার এক পর্যায়ে সন্ত্রাসীরা দোকানের মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গনি নিহত হয়।

ইউপি চেয়ারম্যান আরও জানান, সন্ত্রাসীরা দক্ষিণ আফ্রিকা প্রবাসী গণিকে গুলি করে হত্যার ঘটনায় জগতপুর ইউনিয়নের কাছারিবাঘ গ্রামের তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ি আসার কথা ছিল গণির। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ায় আর বাড়িতে আসা হলো না গণির।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :