মাগুরায় ডেকোরেটর ও সাউন্ড শিল্প রক্ষায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২০, ১৭:৩১

মাগুরায় করোনাকালে ডেকোরেটর ও সাউন্ড শিল্পকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে মাগুরা ডেকোরেটর ও সাউন্ড মালিক কল্যাণ সমিতি।

বক্তারা বলেন, করোনাকালে ডেকোরেটর ও সাউন্ড শিল্পের ব্যবসায় মন্দাভাব। অনেকের ব্যবসা না থাকার কারণে দোকান ভাড়া, গোডাউন ভাড়া না দিতে পেরে দিশেহারা। তাই এ শিল্পকে বাঁচাতে সীমিত পরিসরে অনুষ্ঠান ও প্রনোদনার ঋণ দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি তরুণ ভোমিক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাউন্ড কল্যাণ সমিতির সভাপতি আকিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব অধিকারী প্রমুখ।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :