অবৈধভাবে বালু উত্তেলনে চারজনের জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২০, ১৮:১৩

ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুটি অভিযানে চারজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ১২টায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি ও বিকাল ৪টায় উপজেলা সদরের বাগড়ি সেতু সংলগ্ন এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। এ সময় পাঁচটি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো- পাশের পিরোজপুর জেলা সদরের চিমলিয়া এলাকার সবুজ খান, বাদুরা এলাকার রিপন, নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার রমজান মোল্লা, ভান্ডরিয়া উপজেলার দাওয়া গ্রামের মনিরউজ্জামান ফরাজী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম সোহাগ হাওলাদার বলেন, জব্দ পাঁচটি বলগেট খোলা নিলামে বিক্রয় করা হবে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :