বগুড়ায় গাড়িতে হামলা, অক্ষত ইউএনও

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২০, ২১:৫৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২০, ২১:৫৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন উচ্ছেদের চেষ্টায় বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা করেছেন বালু ব্যবসায়ী ও তার সহযোগীরা। এসময় তার গাড়িটি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুজন আহত হলেও অক্ষত রয়েছেন ইউএনও লিয়াকত আলী শেখ। এ ঘটনায় অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার বরইতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা ভূমি অফিসের কর্মচারী উজ্জ্বল পাল ও বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শীরা বলছে, উপজেলার বরইতলী গ্রামের বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন কয়েকজন প্রভাবশালী। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ ওই বালুমহাল উচ্ছেদে ঘটনাস্থলে যান এবং বালু উত্তোলনসামগ্রী ধ্বংসের চেষ্টা করেন। এসময় কয়েকজন বালু ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের কাজে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে উপজেলা ভূমি অফিসের কর্মচারী উজ্জ্বল পাল ও বাচ্চু মিয়া আহত হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানামাত্র পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএ)