ঠাকুরগাঁওয়ে করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ০৯:২৭

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। শনিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮৭ জন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী একজন পুরুষ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। ২৪ সেপ্টেম্বর তার দেহে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে গত ২৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এছাড়াও ঠাকুরগাঁও জেলায় নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদর উপজেলায় সদর উপজেলায় চারজন।

সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১১৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮৭ জন এবং মারা গেছেন ২২ জন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :