প্রতি বিভাগে পুরস্কার পাবেন শ্রেষ্ঠ তিন চিকিৎসক-কর্মকর্তা

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২০, ১০:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তর উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিটি বিভাগের তিন চিকিৎসক-কর্মকর্তাকে পুরস্কৃত করবে। তারা হলেন শ্রেষ্ঠ মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউএইচঅ্যান্ডএফপিও এবং শ্রেষ্ঠ সিভিল সার্জন।

এই তিন চিকিৎসক-কর্মকর্তাকে মনোনয়ন দেবেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালকরা।

৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

‘উত্তম কাজের মূল্যায়নস্বরূপ পুরস্কার প্রদান প্রসঙ্গে’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্য বিভাগে মাঠপর্যায়ে কর্মরত চিকিৎসকরা নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা এবং নৈপুণ্যের সঙ্গে পালন করে আসছেন। তাদের মধ্যে অনেক চিকিৎসক স্বাস্থ্য বিভাগের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা সেবায় প্রভূত উন্নতি সাধন করেছেন। তাদের এই সমস্ত কাজের যথাযথ মূল্যায়ন করা উচিত। তাই এসব চিকিৎসকের ভালো কাজে উদ্বুদ্ধকরণ এবং মূল্যায়নস্বরূপ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

চিঠিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ আওতাধীন বিভাগের এমন একজন শ্রেষ্ঠ মেডিকেল অফিসার, একজন শ্রেষ্ঠ ইউএইচঅ্যান্ডএফপিও এবং একজন শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচন মনোনেয়নপূর্বক তাদের নামের তালিকা আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিচালক প্রশাসনের দপ্তরে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয় পরিচালকদের।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/কেআর/জেবি)