ঢাবি ভিসির বক্তব্যের প্রতিবাদ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১১:২৯ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ১১:২৭

সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, 'এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার। শিক্ষার্থীরা এখানে ১২ ও ১৫ টাকায় পড়াশোনা করেন , ইটস অ্যামেজিং, রেকর্ড'। এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বলেছেন, ‘উপাচার্যের এ বক্তব্য মিথ্যাচার ও প্রতারণামূলক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ভর্তিপ্রক্রিয়া থেকে শুরু করে বছর বছর সেশন ফি, বিভাগ উন্নয়ন তহবিল, ট্রান্সপোর্ট ফিসহ আনুষঙ্গিক নানা বিষয় মিলিয়ে মোটা অঙ্কের ফি প্রদান করতে হয়।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আলমগীর হোসেন সুজন এবং সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায় শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন।

বিবৃতিতে নেতাদ্বয় বলেন, ‘প্রতিবছর ভর্তির সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা দরিদ্র শিক্ষার্থীদের অনেকেই মোটা অঙ্কের ভর্তি ফি প্রদান করতে পারে না। ফলে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয় তারা। প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগ উন্নয়ন ফিসহ নামে-বেনামে একটা বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রত্যেকটি বিভাগ। এক টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগেই পড়াশোনা করতে একজন শিক্ষার্থীকে গুনতে হয় প্রায় এক লাখ ৩৭ হাজার টাকা।’

‘এই সকল বিষয়কে আড়াল করে শিক্ষার্থীরা ১২ টাকায় পড়াশোনা করে এই ধরনের বক্তব্য শাসকশ্রেণি কর্তৃক গৃহীত শিক্ষা বাণিজ্য, শিক্ষা সংকোচন নীতিকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা মাত্র।’

এ ধরনের বক্তব্য শিক্ষার্থী এবং দেশের মানুষের সাথে প্রতারণার শামিল বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।

এছাড়াও নেতৃবৃন্দ শিক্ষার সব ধরনের বাণিজ্যিকীকরণ সংকোচনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এর বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চলমান আন্দোলনকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এমআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :