আলফাডাঙ্গায় গভীর রাতের আগুনে চার দোকান পুড়ে ছাই

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১১:৩৯ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ১১:৩৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুচিয়াগ্রাম বটতলা বাজারে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই এলাকার ইউপি সদস্য মকিবুল হাসান জানান, গভীর রাতে বাজারের চা ব্যবসায়ী আবুলের দোকানঘর থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত বাজারের আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়তে থাকে। আগুনের লেলিহান শিখা দেখে দিগ্বিদিক হারিয়ে ফেলে লোকজন। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বাজারের ব্যবসায়ীরা।

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে বাজারের চা ব্যবসায়ী আবুলের দোকানঘর, জাহিদের মুদি দোকান, ইছানুর ও দাউদ দফাদারের ভ্যান-সাইকেল মেরামতের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাফর শেখ ঢাকা টাইমসকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :