সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৩:২৯ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ১৩:১৭

সাপকে খাবার খাওয়াতে গিয়ে সেই সাপের কামড়েই তিশা খাঁ (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে নড়াইলের নড়াগাতি থানার মহাজন গ্রামে। তিশা খাঁ ফেরি করে চুড়ি-সুতা বিক্রির পাশাপাশি সাপ ধরতেন এবং পুষতেন।

জেলার নড়াগাতি থানা যুবলীগের আহ্বায়ক মহাজন গ্রামের বাসিন্দা শেখ হাদিউজ্জামান জানান, গ্রামের তিশা খাঁ গত শুক্রবার বিকালে বড়দিয়া এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে বাড়িতে আনেন। এরপর শনিবার সকালে সাপটিকে খাবার খাওয়াতে যান। এসময় সাপটি তাকে দংশন করে।

এরপর স্থানীয়ভাবে বিষ নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ফকির-ওঝা। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :