ডিএমডি পদে সাত মহাব্যবস্থাপককে পদোন্নতি

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২০, ১৯:৪৪ | আপডেট: ০৪ অক্টোবর ২০২০, ২০:১০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

রাষ্ট্র মালিকানাধীন বিভিন্ন ব্যাংক ও নন- ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত মহাব্যবস্থাপকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। রবিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহকারি সচিব মো. মহিন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জনতা ব্যাংকের মো. মুরশেদুল কবীর ও শেখ মো. জামিনুর রহমান, অগ্রণী ব্যাংকের আবদুস সালাম মোল্যা ও মোহাম্মদ জাহাঙ্গীর, রুপালী ব্যাংকের আমিরুল হাসান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর রিফাত হাসান পদোন্নতি পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে পরবর্তী পদায়ন না হওয়া পর্যনন্ত নিজ নিজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ন্যস্ত করা হলো।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/জেআর/ আরএ)