টাকাগুলো কুড়িগ্রাম থানা থেকে নিয়ে যান

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৬:০২ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২০, ১৫:৫৮

কুড়িগ্রাম পৌরবাজারে দক্ষিণের ফলের দোকান পট্টিতে সিঁড়ির কাছে কুড়িয়ে পাওয়া টাকা কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজের অফিস সহায়ক (ভাতাপ্রাপ্ত) আব্দুল মান্নান শনিবার বিকাল সাড়ে ৩টায় পৌরবাজারে টাকাগুলো মাটিতে পরে থাকা অবস্থায় পেয়েছেন। পরে সদর থানার ডিউটি অফিসার এসআই মজিবর রহমানের কাছে রবিবার দুপুরে টাকাগুলো হস্তান্তর করেন।

প্রকৃত মালিক হারিয়ে যাওয়া টাকা পেতে চাইলে প্রমাণসহ তাকে কুড়িগ্রাম সদর থানায় এসে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের মারফত কলেজের অফিস সহায়ক আব্দুল মান্নান টাকাগুলো ডিউটি অফিসার মজিবর রহমানের কাছে হস্তান্তর করেন। সোমবার পর্যন্ত কেউ টাকার দাবি নিয়ে থানায় যোগাযোগ করেননি।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :