দেশে নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২০, ১৬:১৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২০, ১৬:৩১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা কওমী মাদ্রাসার সাবেক ছাত্র ও সচেতন যুবকরা এ মানববন্ধন করে।

মানববন্ধনে ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন হাফেজ মাওলানা আবু ইউসুফ ভূঁইয়া, কওমী প্রজন্ম ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা জুনায়েদ কাশেমী, ভাদুঘর মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ সাইফুল্লাহ (সিরাজী), সাংবাদিক আসাদুল ইসলাম, জেলা সমন্বয়ক বিডি ক্লিন সোহেল মাহমুদ, মাওলানা ইসহাক আল্ মামুন প্রমুখ।

এসময় বক্তারা ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/পিএল)