নওগাঁয় ৭৪৫টি মন্ডপে উদযাপন হবে দূর্গা পূজা

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২০, ১৭:১৯

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

করেনাকালে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই নওগাঁয় পালিত হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘শারদীয়

দূর্গাপূজা-২০২০’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়।

সভায় জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বাধিক উত্তম কুমার রায়, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি নিরর্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, পৌর শাখার সভাপতি পিষুষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক পুলোক কুমার সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সরকারে স্বাস্থ্য বিভাগ জনসাধারণের চলচলের উপর কিছু নির্দেশনা দিয়েছেন। এ স্বাস্থ্যবিধি মেনেই এবারে পালিত হবে দূর্গা উৎসব।

প্রতিটি পূজা মন্ডপে ঢোকার আগে মন্ডপের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা, পূজা মন্ডপে দর্শনার্থীদের ভীড় যাতে না হয় সেদিকে লক্ষ রাখা, এমনকি মুখে মাস্ক ছাড়া মন্দির প্রাঙ্গণে  প্রবেশ নিষেধ, এমন নির্দেশনা পূজা মন্ডপ কমিটির সংশ্লিষ্টদের জানানো হয়।

এসব স্বাস্থ্যবিধি মেনে এবার জেলায় মোট ৭৪৫টি মন্ডপে দুর্গা উৎসব পালিত হবে। এর মধ্যে নওগাঁ সদরে ১১২টি, মান্দা  ১০৪টি, বদলগাছী ৯১, আত্রাই ৪৬, নিয়ামতপুর ৫৭, পোরশা ১৮, সাপাহারে ১৮, ধামইরহাটে ২৭, রাণীনগরে ৪৮, মহাদেবপুর ১৪৮ এবং পত্নীতলায় ৭৬ পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন হবে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএম)