মাগুরায় দুর্নীতির অভিযোগে দুই চিকিৎসককে প্রত্যাহারের দাবি

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২০, ১৮:০০

দুর্নীতির অভিযোগে মাগুরার দুই চিকিৎসকের প্রত্যাহার, স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ মানববন্ধন করে।

এসময় বক্তারা বলেন, ‘মাগুরাসহ সারাদেশে স্বাস্থ্যখাতে চরম দুনীর্তি চলছে। জনগণ তাদের প্রয়োজনীয়ও স্বাস্থ্যসেবা না পেয়ে দিশেহারা।’

বক্তারা অভিযোগ করে আরও বলেন, ‘মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালাম একজন নেশা আসক্ত ও নারী কেলেংকারীর সঙ্গে জড়িত। এছাড়া মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার নন্দ দুলাল একজন দুর্নীতিবাজ।’

অভিযুক্ত দুই চিকিৎসককে দ্রুত প্রত্যাহার ও তাদের দুর্নীতি তদন্তের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা জাসদ সভাপতি এটিএম মহব্বত আলী, সাবেক সভাপতি কামরুজ্জামান চপল, জাসদ নেতা শফিকুল ইসলাম পিকুল, নাজিম হোসেন, বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :