ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি তারেক রেফাত

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২০, ১৯:৪৪

ঢাকাটাইমস ডেস্ক

ব্র্যাক ব্যাংক তারেক রেফাত উল্লাহ খানকে তাদের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দিয়েছে। নতুন দায়িত্ব নেয়ার আগে তারেক ব্যাংকের করপোরেট ব্যাংকিংয়ের প্রধান ছিলেন।

তারেকের ঝুঁকি ব্যবস্থাপনা, বাণিজ্যিক ও করপোরেট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য, নগদ ব্যবস্থাপনা এবং বিশেষ সম্পদ পরিচালনায় এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। পিপল, প্রসেস রিইঞ্জিনিয়ারিং এবং করপোরেট ব্যাংকিং বিভাগে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে তারেক ব্র্যাক ব্যাংককে লেনদেন ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটি পছন্দসই অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তারেক ইবিএলের করপোরেট ব্যাংকিং রিলেশনশিপ ইউনিটের প্রধান ছিলেন। তিনি ১৯৯৬ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেডে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তারেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। তার এমবিএ ডিগ্রিও রয়েছে। তারেক ওমেগা (যুক্তরাজ্য) কর্তৃক স্বীকৃত ক্রেডিট পেশাদার এবং ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের প্রাক্তন শিক্ষার্থী।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/কেএম)