শিক্ষকের বিরুদ্ধে কেরানীর স্ত্রীকে নিয়ে উধাওয়ের অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৪:৫৫ | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ১৪:৪৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রত্যাশী এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিদ্যালয়টির অভিভাবক ও স্থানীয়রা।

মানববন্ধনে সম্প্রতি তার বর্তমান কর্মস্থল মধুখালী উপজেলাধীন মীরের কাপাষটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ করেন বক্তারা।

অভিযুক্ত শাহজাহান মৃধা বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর শাহজাহান মৃধা নামে ওই শিক্ষক অফিস সহকারী ময়েনউদ্দীন মোল্যা মোহনের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ২৯ সেপ্টেম্বর মধুখালী থানায় স্ত্রী নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন ওই অফিস সহকারী। এছাড়া বিতর্কিত ওই শিক্ষক 'কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ পেতে পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে এমন গুঞ্জন শুরু হয়। এছাড়া এ নিয়ে অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এমন শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না তারা।

তাই মানববন্ধনে ওই শিক্ষককে ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান বক্তারা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার জানান, বিদ্যালয়টির সংশ্লিষ্ট সকলকে তলব করা হয়েছে। বিষয়টি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :